তারুণ্যের সমাবেশে পিকআপভ্যানে ঠান্ডা পানি বিতরণ

5 months ago 57

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের তেমন ভিড় দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশস্থল।

শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে তারুণ্যের সমাবেশ শুরু হয়। সমাবেশকে প্রাণবন্ত করতে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা নগরীর সিআরবিতে অবস্থান নেন। সেখান থেকে দুপুরের খাবার শেষ করে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে রওয়ানা দেন।

এদিকে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের তৃষ্ণা মেটাতে পানির বোতল ও ড্রামে বরফ গলিয়ে গ্লাসে করে ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। যদিও আয়োজক কমিটির পক্ষ থেকে আজকের সমাবেশে এ ধরনের ব্যবস্থা থাকার কথা জানানো হয়েছিল।

নগরী স্টিলমিল থেকে থাকা ‍যুবদল কর্মী মো. হান্নান কালবেলাকে বলেন, আজ খরতাপের মধ্যেও রাজনীতি প্রেমিকরা পলোগ্রাউন্ডে এসেছেন। এখানে অনেকে পানির বোতল বিতরণ করছে। বোতল ছাড়াও গ্লাসে করে ঠান্ডা পানিও পৌঁছে দিচ্ছেন অনেকে। যা নেতাকর্মীদের পানির তৃষ্ণা নিবারণ করেছে।

Read Entire Article