নাটোরের নলডাঙ্গায় ছাতারভাগ বাজারের মোড়ে গাছে টাঙানো ফেস্টুনে ব্যবহার করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে মানববন্ধন করেন ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা যায়, তারেক রহমান ও দলুর ছবি ব্যবহার করে কিছুদিন আগে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে একটি বটগাছে ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদল এ ফেস্টুন টাঙায়। সেই ফেস্টুন থেকে এ দুই কেন্দ্রীয় নেতার ছবি রাতে কে বা কারা কেটে ফেলে।
ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য দেন উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদলের নেতা রাকিব হোসেন, ছাত্রদল নেতা জিয়াদ আলী, মুনছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তাকে ভয় পেয়ে ও ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির জনসভাকে বানচাল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ফেস্টুন থেকে জাতীয় নেতাদের ছবি কেটে ফেলা এগুলো আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ। তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান বক্তারা।