তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

2 hours ago 4

জাতীয় নেতৃত্বে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা তার কাছ থেকে সাহস ও মনোবল পাই। তাই নিশ্চিতভাবে বলতে পারি আসন্ন নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপি।”

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি প্রথম এক বছরের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একদলীয় শাসন ও কর্তৃত্ববাদী রাজনীতির পরিবর্তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নতুন অধ্যায় রচনায় তারেক রহমান পরিকল্পনা তৈরি করছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়ার অবদান স্মরণ করে এ্যানি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই আজ বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমরা গর্ব করতে পারি। তার ধারাবাহিকতায় খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দেশের মানুষের পাশে রয়েছেন। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, আর কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দলটি কখনো গণতান্ত্রিক দলে রূপ নিতে পারেনি। শেখ হাসিনা গত ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছেন। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান, জেলা বিএনপি সদস্য ভিপি আবদুর রহিম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএস মনোয়ার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 

Read Entire Article