তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু
ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বিকেএসপি কমিউনিটি সেন্টারে শিমুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডা. সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের মানুষ আজ একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানই একমাত্র গ্রহণযোগ্য নেতৃত্ব। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা। এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। বিএনপির এ প্রার্থী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে তারেক রহমানের
ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বিকেএসপি কমিউনিটি সেন্টারে শিমুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশের মানুষ আজ একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমানই একমাত্র গ্রহণযোগ্য নেতৃত্ব।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা। এই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব।
বিএনপির এ প্রার্থী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করাই বিএনপির মূল লক্ষ্য।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে সালাউদ্দিন বাবু বলেন, ব্যক্তিস্বার্থ ভুলে দলের আদর্শকে ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ করলেই বিএনপি আবার জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?