তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর জনগণ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর ভিআইপি টাওয়ারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তার আগমনকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করবে।  নগর ব

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর জনগণ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর ভিআইপি টাওয়ারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে। তার আগমনকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করবে। 

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমের সভাপতিত্বে ও নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow