তারেক রহমানকে সমবেদনা জানালেন সাইফুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত যুগপৎ জোটের প্রার্থী সাইফুল হক। রোববার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তাদের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করণসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা ও সমবেদনা জানান সাইফুল হক। এ ছাড়া খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করেন। সাক্ষাতে সাইফুল হকের সঙ্গে দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন সাইফুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত যুগপৎ জোটের প্রার্থী সাইফুল হক।
রোববার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে তাদের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করণসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা ও সমবেদনা জানান সাইফুল হক। এ ছাড়া খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিভিন্ন ঘটনার স্মৃতিচারণও করেন।
সাক্ষাতে সাইফুল হকের সঙ্গে দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন সাইফুল হক।
What's Your Reaction?