তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে জনতার ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন- এ খবর ছড়িয়ে পড়তেই মহাসড়কের দুই পাশে নামে লাখো লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল। দুপুর গড়াতেই আমিনবাজার থেকে নবীনগর হয়ে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই ধারে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। আজ দীর্ঘ ১৭ বছর পর তিনি সাভার-আশুলিয়ার মাটিতে পা রাখছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। আজকের এই জনসমাগম প্রমাণ করে সাভার-আশুলিয়ার মাটি ধানের শীষের শক্ত ঘাঁটি। এদিকে বিপুল জনসমাগমের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এ

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে জনতার ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন- এ খবর ছড়িয়ে পড়তেই মহাসড়কের দুই পাশে নামে লাখো লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল।

দুপুর গড়াতেই আমিনবাজার থেকে নবীনগর হয়ে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই ধারে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। আজ দীর্ঘ ১৭ বছর পর তিনি সাভার-আশুলিয়ার মাটিতে পা রাখছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। আজকের এই জনসমাগম প্রমাণ করে সাভার-আশুলিয়ার মাটি ধানের শীষের শক্ত ঘাঁটি।

এদিকে বিপুল জনসমাগমের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow