তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জয়নাল। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, ফেনী-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, এডভোকেট শাহানা আক্তার শানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জয়নাল।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, ফেনী-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, এডভোকেট শাহানা আক্তার শানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ্।
এসময় সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জানুয়ারির কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করতে হবে। ফেনী বিএনপির ঘাঁটি এটি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রমাণ করতে হবে। এই সভাটি আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নেই এটা ভেবে ঘরে বসে থাকলে হবে না। ২০০৮ সালের মতো আমরা ক্ষমতায় চলে এসেছি এমনটা মনে করার সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
What's Your Reaction?