তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সৌধ এলাকা, লেকের পানি পরিষ্কার এবং সৌন্দর্য বর্ধনের প্রয়োজনীয় কাজ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, জাতীয় স্মৃতিসৌধজুড়ে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। পাশাপাশি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহ

তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সৌধ এলাকা, লেকের পানি পরিষ্কার এবং সৌন্দর্য বর্ধনের প্রয়োজনীয় কাজ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় স্মৃতিসৌধজুড়ে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। পাশাপাশি সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেই অনুযায়ী পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাভাবিক দিনেও স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয়, তবে তার আগমন উপলক্ষে অতিথিদের ব্যবহৃত সম্ভাব্য স্থানগুলোতে বাড়তি পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবে ইউনিফর্মধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow