তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই বিক্রি
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ কার্যক্রম শুরু হয়। এসময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে লিখিত মোট ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে প্রত্যেকটা বইয়ের সঙ্গে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ বিষয়ে শুভোদয়ের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান শাকিল বলেন, বিগত ১৭ বছরে তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর কোনো ব্যবস্থা ছিল না। এসব কিছু বিবেচনায় আমার মনে হয়েছে এসব বিষয় নিয়ে আমাদের জানা প্রয়োজন। এজন্য এ উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আধা ঘণ্টার মধ্যে এখানকার সবগুলো বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের দারুণভাবে গ্রহণ করেছে। এফএআর/এমএএইচ/এএসএম
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
এসময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে লিখিত মোট ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে প্রত্যেকটা বইয়ের সঙ্গে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে শুভোদয়ের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান শাকিল বলেন, বিগত ১৭ বছরে তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর কোনো ব্যবস্থা ছিল না। এসব কিছু বিবেচনায় আমার মনে হয়েছে এসব বিষয় নিয়ে আমাদের জানা প্রয়োজন। এজন্য এ উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আধা ঘণ্টার মধ্যে এখানকার সবগুলো বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের দারুণভাবে গ্রহণ করেছে।
এফএআর/এমএএইচ/এএসএম
What's Your Reaction?