তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’-এর ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সংগঠনটির উদ্যোগে রাজধানীর দক্ষিণখানে স্পেশাল বৃদ্ধাশ্রমে এক প্রাণবন্ত ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়। রাস্তায় ফেলে যাওয়া, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, বোবা, প্যারালাইজড, ঠিকানাবিহীন ও পরিচয়হারা মা, নারী ও শিশুদের জন্যে এ স্পেশাল বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হয়। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এমএ তাইফুল হক। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। ডা. এম এ তাইফুল হক বলেন, রক্তস্পন্দ

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সামাজিক সংগঠন ‘রক্তস্পন্দন’-এর ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে সংগঠনটির উদ্যোগে রাজধানীর দক্ষিণখানে স্পেশাল বৃদ্ধাশ্রমে এক প্রাণবন্ত ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়।

রাস্তায় ফেলে যাওয়া, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, বোবা, প্যারালাইজড, ঠিকানাবিহীন ও পরিচয়হারা মা, নারী ও শিশুদের জন্যে এ স্পেশাল বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হয়।

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এমএ তাইফুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন।

ডা. এম এ তাইফুল হক বলেন, রক্তস্পন্দনের সূচনা হয়েছিল তারেক রহমানের প্রেরণায়। তার ৬১তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন ছাড়াও ভবিষ্যতে আরও অনেক মানবিক ও বিজ্ঞানসম্মত কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের অনুপ্রেরণার মূল উৎস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ পরিণত হবে প্রকৃত অর্থেই মানবিক বাংলাদেশে।

এ সময় রক্তস্পন্দনের সদস্য ডা. একেএম মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উপস্থিত সবাই উচ্ছ্বসিত ছিলেন এবং রক্তস্পন্দনের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow