তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জনগণ সাদরে গ্রহণ করেছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে এসেছেন।” অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতা ও দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। শুক্রবার তারেক রহমান গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জনগণ সাদরে গ্রহণ করেছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে এসেছেন।”

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতা ও দেশের সব ধোঁয়াশা কেটে যাবে।

শুক্রবার তারেক রহমান গুলশানের নিজ বাসা থেকে বের হয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow