‘তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে’

2 hours ago 5

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে। এখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য। এ সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবে। আজকের এ সম্মেলনে আমরা সবাই এক মঞ্চে এসেছি। রামগঞ্জে ঐক্যের বন্ধন গড়ে উঠেছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়েছেন।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। 

আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ইমাম হোসেন, হারুন অর রশিদ, ইয়াছিন আলী ও রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সহধর্মিণী নাসিমা হক।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশ পরবর্তী বিকেল সাড়ে ৩টায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। উল্লেখ্য- উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ১৯জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। উপজেলার ১০টি ও পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

Read Entire Article