তারেক রহমানের প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত : নুরুদ্দিন আহাম্মেদ অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমাদের শরীয়তপুরকে অবহেলিত বলা হলে আমার খুব কষ্ট লাগে, এত বছরের পরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারেক রহমানের আগামীর দেশ গড়ার প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত।
সোমবার (৫ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন এলাকায় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামীতে শরীয়তপুরকে একটি গর্বিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকার লাল শরীফ সরদার বাড়িতে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার সফর শুরু হয়। পরে তিনি পাপরাইল এলাকায় নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা ১১টার দিকে পাপরাইল মন্ডল বাড়িতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপুর ১২টায় পাপরাইল ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সরদার বাড়ির মুরুব্বিদ
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমাদের শরীয়তপুরকে অবহেলিত বলা হলে আমার খুব কষ্ট লাগে, এত বছরের পরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারেক রহমানের আগামীর দেশ গড়ার প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত।
সোমবার (৫ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন এলাকায় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামীতে শরীয়তপুরকে একটি গর্বিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকার লাল শরীফ সরদার বাড়িতে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার সফর শুরু হয়। পরে তিনি পাপরাইল এলাকায় নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা ১১টার দিকে পাপরাইল মন্ডল বাড়িতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপুর ১২টায় পাপরাইল ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সরদার বাড়ির মুরুব্বিদের সঙ্গে আলাদা বৈঠক করেন। এ ছাড়া আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সফরের অংশ হিসেবে বিকেলে তিনি কাজলকোট সরদার বাড়ির পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। সন্ধ্যায় সিংগাচূড়া, নাজিমপুর এলাকা ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মন্দির পরিদর্শন করে পথসভা সমাপ্তি করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ানসহ ভেদরগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদলের দলীয় নেতাকর্মীরা।