তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ দেখানো নিয়ে সারজিসের আপত্তি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কড়াই বস্তিতে একটি অনুষ্ঠানে কথা বলার সময় ‘ফ্যামিলি কার্ডের’ নমুনা হাত উঁচিয়ে দেখানোয় তা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনে মনোনীতি প্রার্থী সারজিস অভিযোগ করেছেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়েছেন, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।” বুধবার (২১ জানুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।