তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জুয়েলের

1 month ago 29

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় উল্লেখ করে নেতাকর্মীদের নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, আগামী দিনে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে স্বৈরাচার আওয়ামী সরকার গত সতেরো বছর আমাদের যে রকম পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছিল, ঠিক তেমনিভাবে আমাদের পরবর্তী কয়েক প্রজন্মকে পরাধীনতার শিকল গলায় পরে থাকতে হবে।

তিনি কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ৩১ দফাকে ‘আগামীর বাংলাদেশের মুক্তির সনদ’ আখ্যা দিয়ে ৩১ দফার বিষয়বস্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন জুয়েল।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ বিএনপি করবে না। জনগণই বিএনপির মূল শক্তি। তিনি গত ২৯ অক্টোবর ৩১নং ওয়ার্ড যুবদল নেতা রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। 

কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবদল মহানগর উত্তরের নেতাকর্মীদের মধ্যে গ্রুপভিত্তিক রাজনীতির প্রবণতা দেখা গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের স্লোগান, গ্রুপিং বাদ দিয়ে ৩১ দফা বাস্তবায়নে কীভাবে ভূমিকা রাখা যায়, সেই বিষয় নিয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

৩১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় কর্মিসভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. শুক্কুর আল আমিন প্রমুখ।
 

Read Entire Article