তারেক রহমানের ৩১ দফা মেনে নিলেই সংস্কার হয়ে যায় : দুলু

3 months ago 54

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলের কাছ থেকে সংস্কারের প্রস্তাব নিচ্ছে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিলেই তো সংস্কার হয়ে যায়। 

শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রামে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা ও পৌর যুবদল আয়োজিত এ সভায় দুলু আরও বলেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে।

৩১ দফাকে এ দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে অভিহিত করে দুলু বলেন, এর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। 

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

Read Entire Article