আফগানিস্তানে তালেবানের সঙ্গে ভারতের কোনো সরকারের 'রাজনৈতিক যোগাযোগ' শেষবার যখন স্থাপিত হয়, সেটা ২৫ বছরেরও আগেকার কথা। কাবুলে তখন ভারতের কোনো দূতাবাস পর্যন্ত ছিল না। তারপরও সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী যশওয়ন্ত সিং তার আফগান কাউন্টারপার্ট মুল্লাহ্ ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলকে ফোন করতে বাধ্য হয়েছিলেন।
কারণটা ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবোঝাই বিমান আইসি ৮১৪-কে ছিনতাই করে নিয়ে... বিস্তারিত