তাশফীয়া কাফীর কবিতা: ধ্বংস

1 month ago 15

ভেবেছিলাম এ হৃদয় মেরামতে
পালিয়ে বেড়াবো বহুদূর,
বলো যা ধ্বংস হয়ে গেছে
তার কি কোনো মেরামত আছে?

ভেবেছিলাম হৃদয় রক্ষার্থে
মুখ ফিরিয়ে নেবো,
বলো যে আয়না হাত ছুটে পড়ে গেছে
তার কি রক্ষা আছে?

ভেবেছি নিজেকে বাঁচাতে তোমাকে ভুলে যাবো,
বলো একটা ফুল বাঁচাতে গাছ উপড়ে ফেলা যায়?
তোমাকে একটা পৃথিবী সৃষ্টি করে দেবো,
তবে তুমি তো ধ্বংসের জীবন্ত কিংবদন্তি।

এসইউ/জিকেএস

Read Entire Article