তাসকিনের অম্ল-মধুর দিন
দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে একই ম্যাচে ভিন্ন রূপে দেখা গেল তাসকিন আহমেদকে। নতুন বলে তাসকিন দুর্দান্ত, ধ্রুপদী। পুরোনো বলে ডেথ ওভারে তাসকিন বিবর্ণ, নির্বিষ। তবে দল জেতায় নিশ্চিতভাবেই মুখে চওড়া হাসি বাংলাদেশের পেস তারকার।
What's Your Reaction?
