তাসনিম জারার দেশ-বিদেশে আয় কত, তথ্য পাওয়া গেল বিস্তারিত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশে ও বিদেশে অর্জিত আয়ের তথ্য প্রকাশ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, তাসনিম জারার বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) ঘোষণা করেছেন। ফলে তার বার্ষিক মোট আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। একই হলফনামা অনুযায়ী, তার স্বামী খালেদ সাইফুল্লাহ বিদেশি আয় হিসেবে বছরে ৩৯,৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা) উপার্জন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় উল্লেখ রয়েছে, তাসনিম জারার মোট সম্পদ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা, যার মধ্যে আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তবে ব্যাংকে তার জমা নগদ সঞ্চয় মাত্র ২৬৪ টাকা। হলফনামায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো ঋণ বা সরকারি বকেয়া নেই। ত

তাসনিম জারার দেশ-বিদেশে আয় কত, তথ্য পাওয়া গেল বিস্তারিত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশে ও বিদেশে অর্জিত আয়ের তথ্য প্রকাশ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, তাসনিম জারার বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) ঘোষণা করেছেন। ফলে তার বার্ষিক মোট আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

একই হলফনামা অনুযায়ী, তার স্বামী খালেদ সাইফুল্লাহ বিদেশি আয় হিসেবে বছরে ৩৯,৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা) উপার্জন করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় উল্লেখ রয়েছে, তাসনিম জারার মোট সম্পদ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা, যার মধ্যে আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তবে ব্যাংকে তার জমা নগদ সঞ্চয় মাত্র ২৬৪ টাকা।

হলফনামায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো ঋণ বা সরকারি বকেয়া নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন। গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা, নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা ও ২,২৭০ পাউন্ড, এছাড়া ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে ১০,০১৯ টাকা। স্বামীর কাছে নগদ ১৫ লাখ টাকা এবং ৬,০০০ পাউন্ড রয়েছে।

পেশাগতভাবে তাসনিম জারা একজন চিকিৎসক, আর তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা।

তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি এমএসসি ডিগ্রিধারী, এবং তার মায়ের নাম আমেনা আখতার দেওয়ান, বাবার নাম ফখরুল হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow