সিরাজগঞ্জের তাড়াশে রানীর হাট বেরখালি সড়কে এলাকা যেন ডাকাতদের অভয়ারণ্য হয়ে উঠেছে। সূর্য ডোবার পর ডাকাতির ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয় এ সড়কে। বিশেষ করে রানীর হাট সড়ক বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও রাজশাহী মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে ব্যবহার হয়। দিন ও রাতে অসংখ্য যানবাহন চলে এ সড়ক দিয়ে।
জানা গেছে, কদিন আগেও রানীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি জেনে পুলিশে খবর... বিস্তারিত