তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪০ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। অন্য ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।
উপকূলীয় শহর আল-মাহদিয়ার প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র ওয়ালিদ ছতাবরি জানান, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। মৃতরা সাব-সাহারান আফ্রিকার নাগরিক। তাদের মধ্যে শিশুও ছিল।
তিউনিসিয়া এখন ইউরোপে পৌঁছানোর অন্যতম প্রধান পথ। অনেক অভিবাসী বিপজ্জনকভাবে সমুদ্রপথে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। যদিও ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তিতে এই অভিবাসন রোধের কথা ছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩২ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত করেছে।

2 weeks ago
18









English (US) ·