রোমানিয়ার কোচ তিতা এখনও এএফসি চ্যালেঞ্জ লিগের দুঃস্বপ্ন থেকে বের হতে পারেননি। প্রথমবারের মতো দলের দায়িত্ব নিলেও থিম্পুতে জঘন্য ফল করেছে বসুন্ধরা কিংস। স্থান হয়েছে তলানিতে। শুধু তাই নয়, অস্কার ব্রুজনের ইস্ট বেঙ্গলের কাছে চার গোলে হারের লজ্জা তো আছেই। তাই তো আজ বৃহস্পতিবার ঘরোয়া ফুটবলে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসছে থিম্পুতে কিংসের দুঃসহ স্মৃতি। যদিও সেই স্মৃতি ভুলে... বিস্তারিত