তিতাসের এমডি হলেন শাহনেওয়াজ পারভেজ

5 months ago 68

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব থেকে ব্যবস্থাপনা পরিচালক পদে স্থায়ী দায়িত্ব পেলেন শাহনেওয়াজ পারভেজ। সোমবার (১৯ মে) এক অফিস আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।

আদেশে বলা হয়, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের আলোকে গত ১৭ মে অনুষ্ঠিত পেট্রোবাংলা পরিচালনা বোর্ডের ৬০৮তম সভার সিদ্ধান্ত এবং অনুমোদন মোতাবেক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহনেওয়াজ পারভেজকে কাজের স্বার্থে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হলো।

এনএস/এমআরএম/এএসএম

Read Entire Article