তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

5 hours ago 7

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাঁশেরকেল্লা ক্যান্টিনে ফ্যান স্বল্পতায় দীর্ঘদিন ধরে গরমে কষ্টে ভুগছিলেন শিক্ষার্থীরা। তাদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম -আহ্বায়ক মো. রিমু হোসেন।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) ব্যক্তি উদ্যোগে ক্যান্টিনে তিনটি এই ফ্যান স্থাপন করেন তিনি। এর আগে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদের হাতে ফ্যানগুলো তুলে দেন রিমু হোসেন।

জানা যায়, ক্যান্টিনে শিক্ষার্থীদের বসার স্থান ফ্যান ছিল না। তীব্র গরমে ক্যান্টিনের ভেতরে দমবন্ধ অবস্থা হতো।  ছাত্রদল নেতার এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

আনিসুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ক্যান্টিনে গরমে উঠতে কষ্ট হতো। এখন অন্তত কিছুটা স্বস্তি মিলছে। এজন্য ধন্যবাদ জানাই। আমরা চাই সবাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। 

ছাত্রদল নেতা রিমু হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বস্তি দিতে পারে এই ভাবনা থেকে তিনটি ফ্যান বসিয়েছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যাম্পাসের দিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা।

Read Entire Article