তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন সোমবার
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এবার সংগঠনটির ১১টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের মামুনুর রশীদ একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে সোনালী নিউজের সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক পদে আমার সাংবাদের মিয়া আমিরুল ইসলাম সিয়াম ও নারী বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টিভির মাহমুদা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন ২ জন প্রার্থী। এ ছাড়া সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন ও কার্যনির্বাহী সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ৩ জন।
সভাপতি পদে প্রার্থীতা করছেন দেশ টিভির সাহেদুজ্জামান সাকিব ও সময় জার্নালের মো. সাইদুল ইসলাম সাঈদ। সহসভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন ভূঁইয়া ও ইউনাইটেড নিউজ ২৪. কমের মামুনুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালবেলার এইচ এম মাহিন ও বিডি২৪ লাইভ.কমের মো. আজাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ টাইমসের এইচ এম ইমরান ও দ্যা ডেইলি ক্যাম্পাসের আমান উল্ল্যাহ আলভী ও নির্বাহী সদস্য পদে সকালের সময়ের আরিফুল ইসলাম, বিবার্তা২৪ ডটনেট এর নাহিদ হাসান, বিডিএন ৭১ মো. শফিক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১৫ ও ১৬ নভেম্বর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) নির্বাচন- ২০২৪ এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান। এ ছাড়াও নির্বাচন কমিশনে আরও আছেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রলি, সাংবাদিক ফয়েজ রেজা, সাংবাদিক শাহরিয়ার আরিফ, সাংবাদিক মানিক মুনতাসীর৷