তিতুমীরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর

রাজধানীতে সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগতদের এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যব

তিতুমীরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর
রাজধানীতে সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগতদের এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow