তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

2 weeks ago 19

খুলনা, মেহেরপুর ও মাগুড়া জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। 

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক হিসেবে মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাড. মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবু।

এ ছাড়াও মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন করে আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি করা হয়। 

একই সঙ্গে আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব,  যুগ্ম আহ্বায়ক কিশোর,  যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহবায়ক পিকুল খাঁন ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান। 

Read Entire Article