তিন দাবিতে আজও জবি শিক্ষার্থীর অবস্থান 

1 month ago 30

অত্যাধুনিক মেডিকেল সুবিধা চালুসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।

ইব্রাহিম বলেন, আমি টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছি। আমি এককভাবেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমারে দাবি মানা না হলে কর্মসূচি আর কঠোর থেকে কঠোরতার হবে। 

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই গত ১৭ তারিখে আত্মহত্যা করার চেষ্টা করে। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স করে মিডফোর্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে কোনো অক্সিজেন কানেকশন ছিল না। তিনি আজ মারা গেছেন।

অবস্থান কর্মসূচিতে ইব্রাহিম খলিলের উত্থাপিত দাবিগুলো হলো-

১. প্রতি ১,৫০০ শিক্ষার্থীর বিপরীতে একটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত থাকায় এ অনুপাতে মোট ১৩টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে। এ মেডিকেল সেন্টারে এক্সরে, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো জরুরি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। 

৩. এ দুটি দাবি চলতি অর্থবছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

Read Entire Article