তিন ফরম্যাটে টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটে নতুন সহ-অধিনায়ক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আর টি–টোয়েন্টিতে এই ভূমিকা পাবেন সাইফ হাসান।
টেস্ট ফরম্যাটে শান্তর ডেপুটি হবেন মিরাজ। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন মিরাজ, যার অধীনে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন শান্ত। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিরাজ।
টি–টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ হচ্ছেন সাইফ হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে তার এই দায়িত্ব। এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখছে বিসিবি।
বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দলীয় নেতৃত্বে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। তিন ফরম্যাটে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটে নতুন সহ-অধিনায়ক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আর টি–টোয়েন্টিতে এই ভূমিকা পাবেন সাইফ হাসান।
টেস্ট ফরম্যাটে শান্তর ডেপুটি হবেন মিরাজ। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন মিরাজ, যার অধীনে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন শান্ত। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিরাজ।
টি–টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ হচ্ছেন সাইফ হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে তার এই দায়িত্ব। এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখছে বিসিবি।
বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দলীয় নেতৃত্বে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। তিন ফরম্যাটে আলাদা সহ-অধিনায়ক নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দিকেও নজর দিচ্ছে বোর্ড।