তিন বছর পর বুবলীর ‘প্রেশার কুকার’

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নির্মাতা রায়হান রাফী। একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি হাত দিয়েছেন নারীকেন্দ্রিক গল্পে। ছবির নাম ‘প্রেশার কুকার’। কিছুদিন আগেই শুরু হয়েছে সিনেমার শুটিং। আর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সেই শুটিংয়ে যোগ দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আবারও রাফীর নির্দেশনায় কাজ করছেন বুবলী। এর আগে ২০২২ সালে ওটিটি কনটেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘ বিরতির পর রাফীর সেটে ফেরা এবং নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।” জানা গেছে, ‘প্রেশার কুকার’ মূলত তিন নারীর আলাদা আলাদা জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপের গল্প। বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তাদের তিনজনের জীবনের সমান্তরাল যাত্রাই ছবির মূল উপজীব্য। সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও এতে একটি অত্যন্ত শক্তিশালী পুরুষ চরিত্র রয়েছে বলে গুঞ্জন চলছে। সেই চরিত্রে কে থাকছেন, তা নিয়

তিন বছর পর বুবলীর ‘প্রেশার কুকার’

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নির্মাতা রায়হান রাফী। একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি হাত দিয়েছেন নারীকেন্দ্রিক গল্পে। ছবির নাম ‘প্রেশার কুকার’। কিছুদিন আগেই শুরু হয়েছে সিনেমার শুটিং। আর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সেই শুটিংয়ে যোগ দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আবারও রাফীর নির্দেশনায় কাজ করছেন বুবলী। এর আগে ২০২২ সালে ওটিটি কনটেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা।

দীর্ঘ বিরতির পর রাফীর সেটে ফেরা এবং নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

জানা গেছে, ‘প্রেশার কুকার’ মূলত তিন নারীর আলাদা আলাদা জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপের গল্প। বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তাদের তিনজনের জীবনের সমান্তরাল যাত্রাই ছবির মূল উপজীব্য।

সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও এতে একটি অত্যন্ত শক্তিশালী পুরুষ চরিত্র রয়েছে বলে গুঞ্জন চলছে। সেই চরিত্রে কে থাকছেন, তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, চরিত্রটিতে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো কোনো হেভিওয়েট অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা বা পরিচালনা টিম থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঈদে মুক্তির পরিকল্পনা সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে ধামাকা নিয়ে আসবে ‘প্রেশার কুকার’। রাফীর নির্মাণ আর বুবলী-তুষিদের অভিনয় দর্শকদের কতটা ‘প্রেশার’ মুক্ত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow