তিন বাসে মিললো ২৫ মণ জাটকা

1 month ago 22

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছের ডোল জব্দ করে উপজেলা প্রশাসন।

এ সময় আরও অন্তত শতাধিক সামুদ্রিক অন্যান্য মাছের ডোল জব্দ করা হয়। পরে এসব মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনেরকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিন বাসে মিললো ২৫ মণ জাটকা

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭টি ডোলে অন্তত ২৫ মণ ধরা নিষিদ্ধ জাটকা জব্দ করেছি। এরসঙ্গে অন্তত শতাধিক বৈধ মাছের ডোল ছিল, সবগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

Read Entire Article