দারুণ ফর্মে থেকেও আবারও নির্বাচকদের অনুগ্রহ পেলেন না ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। সাম্প্রতিক তিনটি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ উইকেট নেওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি ভারতের অভিজ্ঞ এই পেসারের। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত, যিনি এবার দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বুধবার (০৫ নভেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দল। কলকাতা (১৪ নভেম্বর) ও গৌহাটি (২২ নভেম্বর)—দুই ভেন্যুতেই হবে ম্যাচ দুটি, যা ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
যথারীতি শুভমান গিল থাকছেন অধিনায়ক হিসেবে, এবার তার ডেপুটি পান্ত।
উদীয়মান যশস্বী জয়সওয়াল ও অভিজ্ঞ কেএল রাহুল আবারও ওপেনিং করবেন। তিন নম্বরে থাকছেন সাই সুদর্শন, আর চার নম্বরে অধিনায়ক গিল। পাঁচে ব্যাট করতে দেখা যাবে পান্তকে। দলে আছেন দেবদত্ত পাডিক্কলও, যিনি ব্যাটিং বিভাগে বাড়তি গভীরতা দিচ্ছেন। ধ্রুব জুরেল থাকছেন ব্যাকআপ উইকেটকিপার হিসেবে।
রবীন্দ্র জাদেজা নেতৃত্ব দেবেন স্পিন বিভাগে, সঙ্গী হিসেবে থাকছেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। দলের অলরাউন্ড ব্যালান্সই এখন ভারতের বড় শক্তি। উইকেট অনুযায়ী অক্ষরকে “হর্স ফর দ্য কোর্স” হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে জাদেজা ও সুন্দর মূল স্পিন অলরাউন্ডার হিসেবে দায়িত্ব নেবেন।
পেস আক্রমণের নেতৃত্বে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে আকাশ দীপকে, যিনি ইংল্যান্ড সফরেও দলে ছিলেন। তবে চোখে পড়ার মতো বিষয় হলো—শামিকে আবারও এড়িয়ে যাওয়া। রঞ্জি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও নির্বাচক আজিত আগারকর তাকে টেস্ট স্কোয়াডে জায়গা দেননি, যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকা বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। ভারতের মাটিতে তাদের রেকর্ড খুব একটা ভালো না হলেও (১৯ ম্যাচে ৫ জয়, ১১ হার), এবার গিলের তরুণ দলকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে প্রোটিয়ারা। এই সিরিজে জিততে পারলে ভারতের নতুন প্রজন্মের জন্য সেটি হতে পারে টেস্ট ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠার বড় মাইলফলক।
ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ–অধিনায়ক/উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি।

7 hours ago
5









English (US) ·