তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন নাহিদ-রিশাদ

3 months ago 34
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন রাত আটকে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। ইমিগ্রেশন সমস্যার কারণে বুধবার দুপুরে পৌঁছানোর পর দলের অন্য সদস্যরা বেরিয়ে গেলেও এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র না পাওয়ায় শুক্রবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বিমানবন্দরে।   বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, মূলত সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার পর যে জটিল পরিস্থিতির মধ্যে তারা ফিরেছিলেন, সেই প্রেক্ষাপটেই হয়তো এ ইমিগ্রেশন জটিলতা দেখা দিয়েছে।   এর আগে, গত ১০ মে পাকিস্তান থেকে সরাসরি দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এরপর চার দিন পার হতেই আবারও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দলের প্রথম বহরে যোগ দিয়ে তারা ফের দুবাইয়ে পৌঁছান। তখনই তাদের আটকানোর ঘটনা ঘটে।   বাংলাদেশ হাই কমিশন ও আমিরাত ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষমেশ ছাড়পত্র পেয়েছেন দুই ক্রিকেটার বলে জানা গেছে। তবে এই সময়ের মধ্যে দলের অনুশীলনের দুটি দিন মিস করেছেন তাঁরা। বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ দলের প্রস্তুতি পর্বে ছিলেন না নাহিদ ও রিশাদ।   এই ঘটনার প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে বলে জানা গেছে।   আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার একই মাঠে, একই সময়ে।   নাহিদ ও রিশাদের অনাকাঙ্ক্ষিত এই অভিজ্ঞতা মাঠের খেলায় কতটা প্রভাব ফেলবে, সেটি এখন সময়ই বলে দেবে। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সফরের শুরুতেই এমন ঘটনায় কিছুটা ধাক্কা খেয়েছে প্রস্তুতি প্রক্রিয়া।
Read Entire Article