তিশাকে কোলে তুলতে গিয়ে হাত ভেঙেছিল: তৌসিফ

3 hours ago 3
ক্যামেরার সামনে সবসময়ই হাসি-ঠাট্টা, রোমান্স কিংবা ড্রামায় ভরপুর থাকে অভিনেতা তৌসিফ মাহবুবের দৃশ্য। কিন্তু বাস্তবের এক ঘটনার নাটকীয়তায় তিনি নিজেই নায়ক থেকে হয়ে উঠেছিলেন আহত যোদ্ধা। সহশিল্পী ও বন্ধু তানজিন তিশাকে কোলে তোলার চেষ্টায় হঠাৎই ঘটে যায় অঘটন, ভেঙে যায় তৌসিফের হাতের হাড়। দর্শকদের হাসির আড়ালে লুকিয়ে থাকা এই বেদনাদায়ক অথচ মজার অভিজ্ঞতাই সম্প্রতি শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটক ‘স্বাধীনতা তুমি’-এর পোস্টারের শুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি। নাটকে তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধার চরিত্রে, আর তিশা ছিলেন শহীদ বীরাঙ্গনা। পোস্টারের জন্য মৃত চরিত্রে অভিনয় করা তিশাকে কোলে তুলতে হয়েছিল তাকে। এ বিষয়ে তৌসিফ বলেন, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট ধরে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তুলছিল বলে পুরো ওজন নিতে হয়েছিল আমাকে। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস বাঁ হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও হাত ব্যথা করত।’ তিনি হেসে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটুকু বলে রাখি, ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’ তৌসিফের এই কথাগুলো শুনে ভক্তরাও হাস্যরসে মেতেছেন। কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, ‘শিল্পের জন্য এত ত্যাগ!’, আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।’  
Read Entire Article