তীব্র শীতের মধ্যেও ৩০০ ফিটে বিএনপি নেতাকর্মীদের রাতযাপন
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তার এই সংবর্ধনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও আশপাশে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড়। সমাবেশস্থলে একদিন আগেই মানুষের উপস্থিতি শুরু হয়। ভোর সাড়ে ৫টায় দেখা যায়, তীব্র শীতে রাস্তার দুই পাশে কেউ পত্রিকা বিছিয়ে বসে আছেন, আবার কেউ কাগজ টানিয়ে কম্বল পেঁচিয়ে শুয়ে আছেন। এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমাবেশস্থলে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
তার এই সংবর্ধনা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও আশপাশে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড়। সমাবেশস্থলে একদিন আগেই মানুষের উপস্থিতি শুরু হয়।
ভোর সাড়ে ৫টায় দেখা যায়, তীব্র শীতে রাস্তার দুই পাশে কেউ পত্রিকা বিছিয়ে বসে আছেন, আবার কেউ কাগজ টানিয়ে কম্বল পেঁচিয়ে শুয়ে আছেন।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমাবেশস্থলে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
What's Your Reaction?