তীব্র স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাটের জেটি

1 month ago 7

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে একটি জেটি ভেঙে পড়েছে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে।

পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী ও যানবাহন পদ্মা নদী পাড়ি দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় এমনটি হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকার মো. লাভলু মিয়া বলেন, প্রতি বছর বর্ষা এলেই লঞ্চঘাটের এই অবস্থা হয়। মানুষের যাতায়াতে অনেক সমস্যা হয়। তবুও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে।

পাটুরিয়া ঘাটের পাশের গ্রাম নালীর বাসিন্দা সুজন মীর বলেন, আজ দেখলাম লঞ্চঘাটের একটি জেটি ভেঙে নদীতে পড়ে আছে। আরেকটি জেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদি ওই জেটিটাও ভেঙে যায় মানুষ আর যাতায়াত করতে পারবে না।

পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়ে। অপরর অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

বিআইডব্লিউটিএ’র আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম চলায় জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।

মো. সজল আলী/জেডএইচ/এএসএম

Read Entire Article