তুচ্ছ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের উদ্বেগ

1 month ago 16

গত কয়েকদিন রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝি কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

সোমবার (২৫ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীসহ সকলকে ধৈর্যশীল-উদার ও ইতিবাচক হবার অনুরোধ এবং আলোচনার মাধ্যমে সব বিবাদ মীমাংসার আহ্বান জানান।

এতে বলা হয়, গত কয়েকদিন রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝি কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ছাত্রদল। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ফ্যাসিস্ট খুনি হাসিনার শোষণামলের কারণে এদেশের মেধাবী শিক্ষার্থীসমাজসহ নাগরিকদের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে নানা ক্ষোভ ও অভিযোগ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের পর আমরা সকল বাংলাদেশিরা সম্মিলিত প্রয়াসে একটি ইতিবাচক ও বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। অন্যদিকে পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। 

তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টজনদের কাছে নিজেদের মধ্যকার ভুল-বোঝাবুঝিসহ নানা জটিলতাকে আলাপ-আলোচনার মাধ্যমে জাতীর বৃহত্তর কল্যাণ স্বার্থে বিবাদ মীমাংসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে তৃতীয় স্বার্থান্বেষী যে দেশদ্রোহী মহল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য বিনষ্ট করে দূরত্ব তৈরি করছে এবং ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে।

Read Entire Article