‘তুমি দেশের হয়ে খেলছো’-পরিষ্কার বার্তা হাথুরুর

2 hours ago 4

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল হার। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আসা বাংলাদেশের পারফরম্যান্স এতটা খারাপ হবে, কেউ ভাবতে পারেননি।

খেলোয়াড়দের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকার কথা। তাদের মানসিকভাবে চাঙ্গা করতে কী মন্ত্র পাঠ করবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে?

কী মোটিভেশন নিয়ে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা? কোচের পরিষ্কার কথা, ‘সবচেয়ে বড় মোটিভেশন আসে- তুমি তোমার দেশের হয়ে খেলছো। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় এসব নিয়েই আমরা ভাবছি।’

চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিন সহায়ক হয়। প্রথম টেস্টে ভারত তিন পেসার খেলানোয় অবাক কিনা? হাথুরুসিংহের জবাব, ‘আমি অবাক হইনি, কারণ জানি তারা কেন এমন করছে। আমরাও আমাদের দেশে খেলা হলে প্রতিপক্ষ অনুযায়ী স্পিন কন্ডিশন সাজাই। প্রতিপক্ষের শক্তি, নিজেদের শক্তি, প্রতিপক্ষের দুর্বলতা এসবের ওপর নির্ভর করে উইকেট তৈরি করা হয়। উপমহাদেশ বলে শুধু স্পিন নয়, চাইলে পেস নির্ভর উইকেটও তৈরি করা যায়।’

শুক্রবার থেকে শুরু কানপুরে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে পিচ? হাথুরু এখনই কিছু বলতে পারছেন না। টাইগার কোচের কথা, ‘পিচ একটু দেখেছি। মাঠকর্মীরা দুটি পিচ তৈরি করছে। কোনটা বেছে নেওয়া হবে জানি না। কাল এসে হয়তো দেখতে হবে।’

এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এসব হুমকি পেরিয়ে গতকাল মঙ্গলবার কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট। নাজমুল হোসেন শান্তদের ‘ফুল প্রুফ’ নিরাপত্তা দিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিরাপত্তা নিয়ে কী ভাবছেন? হাথুরু ভরসা রাখতে চান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’

এমএমআর/জিকেএস

Read Entire Article