তুরস্কের ক্লাবের কোচ হলেন স্পেশাল ওয়ান মরিনহো

3 months ago 50

চাকরি হারানোর ছয় মাসের মাথায় আবার ক্লাব ফুটবলের কোচিংয়ে ফিরছেন পর্তুগিজ কোচ ‘স্পেশাল ওয়ান’খ্যাত হোসে মরিনহো। এবার তুরস্কের ক্লাব ফেনারবাখের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

গেল কয়েকদিন ধরেই মরিনহোর ফেনারবাখের কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেটিকে সত্যি প্রমাণ করেছে ক্লাবটি। জানুয়ারিতেই ইতালিয়ান ক্লাব এএস রোমার কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। এর আগে রোমাকে ইতিহাসের প্রথম ইউরোপিয়ান ট্রফি জিতিয়েছিলেন মরিনহো।

৬১ বছর বয়সী মরিনহো শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল চলাকালীন এক ভিডিও বার্তায় বলেন, ‘আগামীকাল কাদিকোয়তে দেখা হবে, আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে।’

শনিবারই ক্লাব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্ট দিয়ে মরিনহোর আসা নিশ্চিত করে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সকল চুক্তি সম্পন্ন হবে তাদের মধ্যে।

এবার তুর্কিশ সুপার লিগে ৯৯ পয়েন্ট পেয়েও শিরোপা জিততে পারেনি ফেনারবাখ। গ্যালাতাসারে ১০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একটি মাত্র পরাজয়ের কারণেই ফেনারবাখের কপালে দ্বিতীয় হয়ে লিগ শেষ করার ভাগ্য জোটে।

ফেনারবাখেতে মরিনহো তার এক সাবেক শীষ্যকে পাচ্ছেন। ২০১৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালীন ফ্রেডকে কিনেছিলেন মরিনহো। ফ্রেড বর্তমানে এই ক্লাবে খেলছেন। এছাড়া ম্যানচেস্টার সিটির সাবেক তারকা স্ট্রাইকার এডিন জেকোও খেলছেন এই ক্লাবে।

আরআর/আইএইচএস

Read Entire Article