তুরস্কের বায়রাকতার আকিঞ্জি ড্রোনের সফল পরীক্ষা
তুরস্কের বায়রাকতার আকিঞ্জি ড্রোন শুক্রবার সফলভাবে ইএলসিন ৮২ এবং লাচিন ৮২ কিটের সাহায্যে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করেছে। দেশটির অভ্যন্তরীণ বিমান নির্মাতা সংস্থার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, ইএলসিন ৮২ একটি লেজার গাইডেন্স কিট, যা রকেটসান নামক তুরস্কের প্রতিরক্ষা সংস্থা তৈরি করেছে। একই সংস্থা লাচিন ৮২ গাইডেন্স কিটও তৈরি করে। বায়রাকতার আকিঞ্জি ড্রোন কৌশলগত মিশনে সাফল্যের জন্য পরিচিত। ইতোমধ্যে ড্রোনটি ৮০ হাজার ফ্লাইট ঘণ্টা সম্পন্ন করেছে। এটি তুরস্কের বিমান চলাচল ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। গত ২২ ফেব্রুয়ারি পরিচালিত পরীক্ষায় আকিঞ্জি ড্রোন সমুদ্রে চলমান