তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়নের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চার দিন ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মিটিং, মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এতে পুরো এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও থমথমে হয়ে উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ডোমার ও ডিমলা উপজেলায় পৃথকভাবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান নেতাকর্মীরা। হিমশীতল বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে সহস্রাধিক নেতাকর্মী রাজপথে নেমে আসেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নারী নেত্রী ও নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণও লক্ষ্য করা যায়। সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ সংসদীয় আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণম

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়নের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চার দিন ধরে ডোমার ও ডিমলা উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মিটিং, মিছিল, সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এতে পুরো এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও থমথমে হয়ে উঠেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ডোমার ও ডিমলা উপজেলায় পৃথকভাবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান নেতাকর্মীরা। হিমশীতল বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে সহস্রাধিক নেতাকর্মী রাজপথে নেমে আসেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির নারী নেত্রী ও নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণও লক্ষ্য করা যায়।

সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ সংসদীয় আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তাকে উপেক্ষা করা হয়েছে। 

তারা আরও বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই তাকেই এই আসনে ধানের শীষের প্রার্থী করা উচিত।

তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উচিত নীলফামারী-১ সংসদীয় আসনে জোট প্রার্থী হিসেবে স্বেচ্ছায় সরে দাঁড়ানো। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।

সমাবেশ থেকে দাবি আদায়ে আরও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, দাবি মানা না হলে নীলফামারী-১ সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষিত খেজুর গাছ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট বর্জনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

ডিমলা উপজেলার সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বপন, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow