বেশ অনেকদিন ধরেই জাতীয় দলের নির্বাচক কমিটি ২ জনের। সাধারণতঃ তিন সদস্যর নির্বাচক কমিটি থাকলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন কমিটির বাইরে চলে যাওয়ার পর জাতীয় দলের নির্বাচক কমিটিতে আছেন শুধু দুজন; গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক।
কিন্তু অপর পদটি ফাঁকাই আছে। প্রায় ৭/৮ মাস পর অবশেষে সেই শূন্য পদেও নির্বাচক আসছেন। গত পরশু রোববার বিসিবির পরিচালক পর্ষদের সভায় এ নির্বাচক নিয়ে আলোচনা হয়েছে এবং তৃতীয় নির্বাচক মনোনয়নের কাজে বিসিবি অনেকদুর এগিয়েও গেছে।
ওইদিন মিটিং শেষে প্রেস ব্রিফিংয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তারা (বিসিবি) তৃতীয় নির্বাচক নিয়োগের কাজ শুরু করেছেন। তৃতীয় নির্বাচক কাকে করা যায়? তা নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। কয়েকটি নামও উঠে এসেছে।
এই বলে থেমে যান বিসিবি প্রধান। সেই থেকে মিডিয়ায় গুঞ্জন, কে হবেন বিসিবির তৃতীয় নির্বাচক? খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবির সর্বশেষ সভায় সম্ভাব্য নির্বাচক হিসেবে সবচেয়ে আলোচিত হয়েছে সাবেক নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের নাম। পাশাপাশি আরও একটি নাম উঠে এসেছে। তিনি হলেন হাসিবুল হোসেন শান্ত।
বলে রাখা ভাল, জাতীয় দলের সাবেক ওপেনার সাজ্জাদ আহমেদ শিপন এর আগেও বিসিবির নির্বাচক কমিটির সদস্য ছিলেন; কিন্তু মাঝখানে সরে দাঁড়িয়েছিলেন।
তাই বিসিবি সভায় কেউ কেউ প্রশ্ন তোলেন, শিপনতো অতীতে নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। আবারও যে পদত্যাগ করবেন না, তারই বা নিশ্চয়তা কি?
তাই অপর নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর কথাও উঠে আসে। বলার অপেক্ষা রাখে না, শিপন ও শান্ত দুজনই এখন জুনিয়র সিলেক্টর হিসেবে কাজ করছেন এবং বিসিবি তাদের মধ্য থেকেই একজনকে নির্বাচক হিসেবে বেছে নিতে আগ্রহী।
তবে বোর্ডের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, খুব শিগগিরই শিপন আর শান্তকে ইন্টারভিউতে ডাকা হবে। বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তারা তাদের ইন্টারভিউ নেবেন। তারপর তৃতীয় নির্বাচক মনোনয়ন চূড়ান্ত হবে। এখন দেখার বিষয়, ইন্টারভিউতে কে নিজেকে বেশি গ্রহণযোগ্য করে তোলেন, শিপন না শান্ত?
অন্যদিকে নারী নির্বাচক কমিটিতে একজন নারী নির্বাচকও নিয়োগ দেওয়া হবে। জাতীয় দলের সাবেক এক নারী ক্রিকেটারকে নির্বাচক কমিটির সদস্য করা হবে।
জানা গেছে, খেলা ছেড়ে অবসর নিলে সালমা খাতুন হতে পারেন ফাস্ট চয়েজ। সালমা এ বছর ঢাকা মোহামেডানের হয়ে নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেছেন। এখন অবসর নিলে হয়তো জাতীয় দলের এ সাবেক অধিনায়কই প্রথম নারী নির্বাচক পদে নিয়োগ পাবেন।
এআরবি/আইএইচএস