তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে নরওয়ে-চেক-মলদোভা ও হাঙ্গেরির প্রতিক্রিয়া

3 hours ago 4
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ের ট্রাম্প বিশ্বযুদ্ধের প্রসঙ্গ তোলেন। এর প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এ পোস্ট করছেন বিশ্বনেতারা।  আলজাজিরার এক প্রতিবেদনে নরওয়ে, চেক, মলদোভা ও হাঙ্গেরির সরকার প্রধানদের এক্স-বার্তা তুলে ধরা হয়। তাতে ইউক্রেন-রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেন, আজ হোয়াইট হাউস থেকে আমরা যা দেখলাম তা গুরুতর এবং হতাশাজনক। ট্রাম্প জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে জুয়া খেলার অভিযোগ এনেছেন। তা গভীরভাবে অযৌক্তিক এবং আমি এই বক্তব্য থেকে নিজেকে দূরে রাখছি। নরওয়ে তাদের স্বাধীনতার সংগ্রামে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল লিখেছেন, আমরা আগের চেয়েও বেশি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি। ইউরোপের প্রচেষ্টা জোরদার করার সময় এসেছে। মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্ডু লিখেছেন, সত্যটি সহজ। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। রাশিয়া আক্রমণকারী। ইউক্রেন তার স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং আমাদেরও। আমরা ইউক্রেনের সাথে আছি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান লিখেছেন, শক্তিশালী মানুষ শান্তি তৈরি করে, দুর্বল মানুষ যুদ্ধ করে। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পক্ষে সাহসের সাথে দাঁড়িয়েছিলেন। যদিও অনেকের পক্ষে এটি হজম করা কঠিন ছিল। ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট!
Read Entire Article