প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এফএ কাপের চতুর্থ রাউন্ডে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল, তবে কেভিন ডে ব্রুইনা বদলি হিসেবে নেমে গোল করে সিটিজেনদের ২-১ ব্যবধানে জয় এনে দেন। শনিবার তৃতীয় স্তরের ক্লাব লেটন ওরিয়েন্টের বিপক্ষে এই নাটকীয় জয় পেয়েছে সিটি।
পেপ গার্দিওলার দলের জন্য এটি একটি কঠিন মৌসুম এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কারণ ওরিয়েন্ট ম্যাচের ১৬তম মিনিটে জেমি ডনলির দূরপাল্লার দুর্দান্ত শটের মাধ্যমে এগিয়ে যায়। তার শট ক্রসবারে লেগে সিটি গোলরক্ষক স্টেফান অর্তেগার পিঠে লেগে জালে ঢুকে যায়, যা ওরিয়েন্টকে চমকপ্রদ লিড এনে দেয়।
ম্যানসিটির শক্তিশালী একাদশ গোল শোধ করতে বারবার চেষ্টা চালালেও ব্যর্থ হচ্ছিল। তবে ৫৬তম মিনিটে অবদুকোদির খুসানভ গোল করলে সিটি সমতায় ফিরে আসে।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামেন কেভিন ডে ব্রুইনা, এবং ৭৯তম মিনিটে জ্যাক গ্রিলিশের পাস পেয়ে কাছ থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে নাটক তখনো বাকি ছিল। ম্যাচের শেষ মুহূর্তে ওরিয়েন্ট অধিনায়ক ড্যান হ্যাপে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার ভলি লক্ষ্যভ্রষ্ট হলে ম্যানচেস্টার সিটি রোমাঞ্চকর জয় নিশ্চিত করে।
এমএমআর/