তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, কমছে তাপমাত্রা

2 months ago 31
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে জেঁকে বসেছে শীত। বিশেষ করে মৌসুমী বায়ু বিদায়ের পর উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও হালকা ঘন কুয়াশার কারণে কমেছে তাপমাত্রা।   শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬ টায় উপজেলায় সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। জানা যায়,পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশে গত কয়েক দিন ধরে সকাল ও রাতে শীতের মাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তারা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।  এদিকে দিনের বেলা রোদের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি। বিরুপ আবহাওয়ার কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।    পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে । আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।    
Read Entire Article