তেল উৎপাদন কমানোর চুক্তি বাড়াল ওপেক প্লাস

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস ২০২৬ সাল পর্যন্ত তেল উৎপাদন কমানোর বর্তমান চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইরাকের তেল মন্ত্রণালয়। খবর শাফাক নিউজের। জোটটি জানিয়েছে, চলতি ডিসেম্বরে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল প্রতিদিন অতিরিক্ত উৎপাদন বাড়ানোর শেষ ধাপ শেষ করে ২০২৬ সালের প্রথম তিন মাসে সব ধরনের উৎপাদন সমন্বয় স্থগিত করা হবে। ইরাকের তেল মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উৎপাদনের বর্তমান লক্ষ্যমাত্রা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটি কাজ চালিয়ে যাবে। এক পৃথক বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্থান, আলজেরিয়া ও ওমান—এই আট দেশ তাদের অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানো অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে। তারা ২০২৩ সালের এপ্রিলে ১৬.৫ লাখ ব্যারেল এবং নভেম্বরে ২২ লাখ ব্যারেল স্বেচ্ছা কাটতি ঘোষণা করেছিল। চলতি বছরের অক্টোবর থেকে তারা ধাপে ধাপে এই কাটতি শিথিল করছে। জোট জানিয়েছে, বাজার পরিস্থিতি খারাপ হলে এই প্রক্রিয়া বন্ধ, চালু বা পরিবর্তন করা যেতে পারে। ব

তেল উৎপাদন কমানোর চুক্তি বাড়াল ওপেক প্লাস
জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস ২০২৬ সাল পর্যন্ত তেল উৎপাদন কমানোর বর্তমান চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইরাকের তেল মন্ত্রণালয়। খবর শাফাক নিউজের। জোটটি জানিয়েছে, চলতি ডিসেম্বরে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল প্রতিদিন অতিরিক্ত উৎপাদন বাড়ানোর শেষ ধাপ শেষ করে ২০২৬ সালের প্রথম তিন মাসে সব ধরনের উৎপাদন সমন্বয় স্থগিত করা হবে। ইরাকের তেল মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উৎপাদনের বর্তমান লক্ষ্যমাত্রা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটি কাজ চালিয়ে যাবে। এক পৃথক বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্থান, আলজেরিয়া ও ওমান—এই আট দেশ তাদের অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানো অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে। তারা ২০২৩ সালের এপ্রিলে ১৬.৫ লাখ ব্যারেল এবং নভেম্বরে ২২ লাখ ব্যারেল স্বেচ্ছা কাটতি ঘোষণা করেছিল। চলতি বছরের অক্টোবর থেকে তারা ধাপে ধাপে এই কাটতি শিথিল করছে। জোট জানিয়েছে, বাজার পরিস্থিতি খারাপ হলে এই প্রক্রিয়া বন্ধ, চালু বা পরিবর্তন করা যেতে পারে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে ওপেক প্লাস। বর্তমানে জোটের মোট উৎপাদন ৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার ব্যারেল প্রতিদিন, যা এখনো কাটতির আওতায় রয়েছে। বৈশ্বিক তেলের দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow