তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ

2 months ago 9

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে।

ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় বিস্ফোরণ ঘটে এবং সেখানকার আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি রকেট ছোড়া হয়েছে। তারা বলছে, ‘বাতাসে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করা হয়েছে।’

ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্কতা সংকেত বা সাইরেন বাজতে শোনা গেছে এবং সেখানকার নাগরিকদের স্বরাষ্ট্র কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
 

Read Entire Article