তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

3 months ago 48

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারও একাধিক বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রোববার (১৫ জুন) দুপুরে এ বিস্ফোরণ ঘটেছে। তবে এই বিস্ফোরণের পেছনে ইসরায়েল জড়িত কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে শুক্রবার রাতে ওই একই এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়েছিল বলে জানা যায়, যেখানে একটি ১৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমে জানিয়েছে, হামলা-পাল্টাহামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে ‘ 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দেশটির স্বৈরশাসক তার ক্ষমতা ধরে রাখতে তেহরানকে বৈরুতের মতো করে তুলেছেন এবং দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন।’  

এদিকে হামলা-পাল্টাহামলার ঘটনায় ইরান ও ইসরায়েলজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনা যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। 
 

Read Entire Article